ওশানটাইমস ডেস্ক : ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১৬:২৬:১৬
“হত্যাকারীদের ফাঁসি দাবিতে” বঙ্গোপসাগরে ডাকাতি করতে রাজি না হওয়ায় কুতুবদিয়ার নুরুল হোছেন মাঝিকে কুপিয়ে হত্যা পর মরদেহ জেটিঘাঁটে পৌঁছলে লাশ কাঁধে নিয়ে মিছিল করেছেন স্থানীয়রা।
বুধবার আলী আকবর ডেইল ইউনিয়নের জেটি ঘাট এলাকায় এ দৃশ্য দেখে যায়।
এসময় মা,স্ত্রী, সন্তান ও স্বজনদের আহাজারি দেখে উপস্থিতরা চোখের জল ধরে রাখতে পারছিলেন না। শুধু কান্নার মাঝে একটাই দাবী ছিল তাদের হত্যাকারীদের ফাঁসি চাই,বিচার চাই।পরে, বুধবার রাত ৮ টায় তার গ্রামের মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত জানুয়ারি মাসে ট্রলারের কোম্পানি মোস্তাক সাগরে ডাকাতি করতে প্রস্তাব দেই সে আর ট্রলারে যাবে না বলে চলে আসেন বাড়িতে। ঐ কোম্পানি কুতুবদিয়ার পূর্ব আলী আকবর ডেইল জেটিঘাটে ট্রলার নিয়ে আসে এবং নুর হোসেনের পরিবারকে কথা দেই ডাকাতি করতে দিবে না এ বলে মাছ শিকারের জন্য সাগরে নিয়ে যান। ঘটনাদিন তাঁর ছেলে নুরুল হোছেন মাঝি গত সোমবার রাত ১ টার দিকে ফোন দিয়ে জানায় আমাকে বাঁচা, আমাকে বাঁচা, পরে কল দিলে ফোন বন্ধ পাই এমনটি জানিয়েছেন তাঁর মা আনু বেগম।
জানা যায় , গত সোমবার দিবাগত রাত ২টায় মাঝি নুর হোসেনের মৃত্যু নিশ্চিতের পর মরদেহ ও ট্রলার রেখে পালিয়ে যায় বাকী জেলেরা। পরে, ট্রলারের কোম্পানি খবর পেয়ে বাঁশখালী থানার মাধ্যমে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: কক্সবাজার, কুতুবদিয়া, বঙ্গোপসাগর, বাঁশখালী
For add