আমাদের সম্পর্কে

ওশানটাইমসবিডি.কম উপকূলীয় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার এবং সামাজিক বৈষম্য দূরীকরণ, সাগরের জীববৈচিত্র সংরক্ষণ, ওশান মরফোলজি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক সবার আগে দ্রুত, সমৃদ্ধ ও নির্ভরযোগ্য তথ্য যাচাই-বাচাই করে সংবাদ পরিবেশনের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

সাগর সংশ্লিষ্ট দেশ-বিদেশের সময়োপযোগী এবং সময়ের সাথে পরিবর্তিত সর্বশেষ তথ্য যোগান দিয়ে পাঠকদের চাহিদা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ।

সম্পাদকীয় নীতি

দেশ-বিদেশের সাগর নির্ভর জনগোষ্ঠী, সাগর পানির নিচের জীবন-ঘনিষ্ট সংবাদ, প্রতিবেদন এবং ফিচার আর্টিকেল প্রকাশের পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পক্ষপাতিত্বহীন, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর চিত্র উপস্থাপন করার চেষ্টা।

দায়মুক্তির ঘোষণা

ওশানটাইমসবিডি.কম’র নিয়ন্ত্রণ ও জ্ঞানের বাইরে কিংবা পরিস্থিতির কারণে কোন সংবাদ, প্রতিবেদন এবং ফিচার আর্টিকেল প্রকাশে সম্পাদকীয় নীতির ব্যত্যয় ঘটলে বা প্রকাশিত প্রতিবেদন ও নিবন্ধের ভিত্তিতে পাঠকদের যে কোন সিদ্ধান্তের জন্যেএই নিউজ পোর্টালটি কোনো দায়িত্ব নিবে না।

oceantimesbd.com