কোথায় দেখা মিলে ডলফিন

সর্বপ্রথম সহজ উত্তর হল সমুদ্রে দেখা মিলবে ডলফিনের এবং আমাদের দেশের কক্সবাজার সমুদ্র সৈকত, বঙ্গোপসাগর, এবং বড় বড় নদী গুলোতে এদের দেখা মিলে। এছাড়াও বিভিন্ন ধরনের ওয়াটার পার্ক কিংবা অ্যামিউজমেন্ট পার্কে ডলফিন এর দেখা মেলে।

এখানে ডলফিন রাখা হয় এবং মানুষের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের কলাকৌশল দেখায়। ডলফিন কে ট্রেইন করে বিভিন্ন ধরনের কলা-কৌশল দেখানোর ব্যবস্থা করা হয়। ডলফিন মানুষের সাথে খেলা করতে পছন্দ করে এই কারনে এরা মানুষের সাথে মিশুক প্রকৃতির। ডলফিন মিশুক প্রকৃতির সুন্দর প্রাণী হওয়ার কারনে এদের ছোট বাচ্চাও পছন্দ করে। ছোট বাচ্চাদের জন্য এই মাছ ঝুঁকিপূর্ন নয়।

পরিশেষে ডলফিন নিরীহ প্রকৃতির সুন্দর প্রাণী এবং এদের শরীরে লোম মসৃন প্রকৃতির। পদ্মা নদীতে ইলিশ ছাড়াও অন্যান্য আরও প্রজাতির মাছ দেখতে পাওয়া যায়।

আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের প্রধান খাবার ভাত এবং মাছ। পহেলা বৈশাখ এর সময় আমরা পান্তা ইলিশ সবাই খেয়ে থাকে বাংলা নববর্ষকে বরন করে নেওয়ার জন্য।

পদ্মার ইলিশ সারা বাংলায় বিখ্যাত। আমাদের লেখাটি পড়ে আপনার কেমন লাগল তা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। লেখাটি ভাল লাগলে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। ততক্ষন পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com