বিষাক্ত জেলি পুশ করা এক টন চিংড়ি জব্দ

যশোরে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি পুশ করা এক টন চিংড়ি ধ্বংস করেছে র‍্যাব। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী বাস থেকে মাছগুলো জব্দ করা হয়। এ ঘটনায় দুই বাসমালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, বিষাক্ত জেলি পুশ চিংড়ি নিয়ে মোংলা টু ময়মনসিংহগামী শামীম এন্টারপ্রাইজের বাস ও পিরোজপুর টু রাজশাহীগামী মেট্রোপলিটন বাস যশোরের মনিহার মোড় হয়ে যাচ্ছিল। সংবাদের সত্যতা যাচাইয়ে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান, স্কোয়াড কমান্ডার এএসপি নাজমুল হক এবং যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ সাইদুর রহমান রেজার সমন্বয়ে র‍্যাবের একটি আভিযানিক দল মনিহার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসায়। পরে বাস দুটি থামিয়ে চিংড়িতে বিষাক্ত জেলি পুশ করা আছে কি না তা চেক করা হয়। এসময় বাস দুটিতে ককশিট ভর্তি বিপুল পরিমাণ (এক টন) চিংড়িতে জেলি পুশের প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে শামীম এন্টারপ্রাইজ বাসের মালিক শামীম হোসেনকে ৩০ হাজার টাকা এবং মেট্রোপলিটন বাসের মালিক দিলীপ বিশ্বাসকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ চিংড়ি ধ্বংস করা হয়েছে।

সূত্র: জাগো নিউজ২৪.কম

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com