তেল-গ্যাস অনুসন্ধানে আবারও সক্রিয় হচ্ছে বাপেক্স, টার্গেট দক্ষিণাঞ্চলের উপকূল

দেশের সমুদ্র উপকূল ও নিকটবর্তী দক্ষিণাঞ্চলের ১৩ জেলায় তেল-গ্যাস অনুসন্ধান করবে বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশন ( বাপেক্স)।

সম্প্রতি ভোলার বোরহানউদ্দিনে শাহাবাজপুর গ্যাসক্ষেত্র পরির্দশনে গিয়ে বাপেক্সের ব্যাবস্থাপনা পরিচালক মো. আলী গণমাধ্যমকর্মীদের এ কথা জানান।

তিনি বলেন, ‘বোরহানউদ্দিনে ১৯৯৩-৯৪ সালে গ্যাসের সন্ধান মেলে। গত ২৯ বছর ধরে ভূ-তাত্ত্বিক জরিপ করে আরও গ্যাসের সন্ধান পেয়ে ৮টি কূপ খনন করে বাপেক্স। এছাড়া ইলিশা নামে আরও একটি কূপ খননের কাজ আাগামী জুলাই মাসে শুরু করবে বাপেক্স।’

তিনি আরও বলেন, ‘ভোলায় যেহেতু বিপুল পরিমাণে গ্যাস রয়েছে সে তথ্যের ভিত্তিতে ভোলাসহ দক্ষিণাঞ্চলের বরগুনা, পিরোজপুর , ঝালকাঠি , ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল,পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও বাগেরহাট জেলায় তেল-গ্যাসের সম্ভাবনা রয়েছে। তাই ১৩টি জেলার প্রায় ৯ হাজার কিলোমিটার এলাকায় ভূমিকম্প জরিপ বা সিসমিক সার্ভে করা হবে।’

আগামী বছরের অক্টোবর থেকে এ সার্ভে করার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে ২৬৬ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।অনুমোদন হলেই কাজ শুরু হবে। আমরা আশা করি এসব জেলা বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান মিলবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলা শাহাবাজপুর ও ভোলা নর্থ নামে দুটি গ্যাসক্ষেত্রের মোট আটটি কূপে ১ দশমিক ৫ টিসিএফ ঘনফুট গ্যাস মজুত রয়েছে। এর মধ্যে শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রে ৯১৩ টিসিএফ ও ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রে ৬০০ টিসিএফ ঘনফুট গ্যাস মজুদ। ভোলার আটটি কূপ থেকে গড়ে ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব। কিন্তু বর্তমানে উত্তলনের সক্ষমতা হচ্ছে ৯১ থকে ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে ভোলার চারটি বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ হচ্ছে ৭৫ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com