মঙ্গলগ্রহের গায়ে সারি দিয়ে নিখুঁত গোল, হতবাক বিজ্ঞানীরা

মঙ্গলগ্রহ নিয়ে প্রতিদিনই যেন নতুন নতুন তথ্য হাতে আসছে বিজ্ঞানীদের। মহাকাশবিজ্ঞান চর্চায় এখন গোটা পৃথিবীর নজর মঙ্গলের দিকে। লাল গ্রহের মাটিতে ঘুরছে, গা ঘেঁষে চক্কর দিচ্ছে বিভিন্ন যান। তথ্য সংগ্রহ করে চলেছে আর তা পাঠাচ্ছে বিজ্ঞানীদের কাছে।

এভাবেই মঙ্গলের মাটিতে পা না রাখে তার গা ঘেঁষে প্রদক্ষিণ করে চলেছে নাসার রিকনেসেন্স অরবিটার। সে তার হাই রেজোলিউশন ইমেজিং এক্সপেরিমেন্ট নামে রঙিন ছবি তোলার অতি আধুনিক শক্তিশালী ক্যামেরার সাহায্যে মঙ্গলের মাটির একটা অংশের ছবি পাঠিয়েছে। আর তা দেখে বিজ্ঞানীদের চোখ ছানাবড়া।

দেখা যাচ্ছে লাল গ্রহের একটা অংশ জুড়ে বালির ঢিবি। বালির ঢিবি মঙ্গলের মাটিতে নতুন নয়। কিন্তু যেটা অবাক করছে তা হল তার গোল আকৃতি।

একের পর এক গোল আকৃতির এমন বালির ঢিবি চলে গেছে। যাকে বলে নিখুঁত গোল। দেখে মনে হবে কেউ যেন যত্ন করে গোলগুলো তৈরি করেছে।

কিন্তু মঙ্গলে তো আর প্রাণি নেই। তাহলে প্রকৃতিই সব। সেখানে হাওয়ার গতির সঙ্গে বালি উড়ে এমন গোলগুলো তৈরি হয়েছে। সেটাও একটা অকস্মাৎ তৈরি হয়েছে এমনটা হতেই পারত। কিন্তু পরপর এতগুলো নিখুঁত গোলাকৃতি বালির ঢিবি কীভাবে জন্ম নিল তারই উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা।

প্রসঙ্গত এই ছবিগুলি পরীক্ষা করে মঙ্গলগ্রহে কীভাবে সময়ের সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হয় তা পরীক্ষার কাজ চলছিল। সেখানেই এই ছবি হাতে পাওয়ার পর এখন রীতিমত চমকিত নাসার বিজ্ঞানীরা।

সূত্র: সংবাদ সংস্থার

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags:

সব সংবাদ

শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত শুরু হয়েও হলো না শুরু সেন্টমার্টিন যাত্রা সেন্ট মার্টিনে কাঁটাযুক্ত পটকা মাছ: পরিবেশ রক্ষার সুফল! সেন্টমার্টিন দ্বীপে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

For add

oceantimesbd.com