সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে ওশানটাইমস.কম-এ

ওশানটাইমস.কম এ নিয়োগ বিজ্ঞপ্তি

সমুদ্র অর্থনীতি, পরিবেশ, জলবায়ু ও উপকূলের সংবাদ তুলে ধরতে বাংলাদেশে প্রথম চালু হতে যাওয়া ভিজ্যুয়ালভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ওশানটাইমস এর জন্য শূন্য পদে সংবাদকর্মী নিয়োগ দেওয়া হবে।

আগ্রহীদের অবশ্যই পূর্বে পরিবেশ বিষয়ক প্রতিবেদনের অভিজ্ঞতা, ভিজ্যুয়াল দক্ষতা ও শুদ্ধ উচ্চারণে পারদর্শী হতে হবে।

পদসমূহ
* ট্রেইনি রিপোর্টার: ২ জন
* নিউজরুম এডিটর: ২ জন
* ভিডিও এডিটর: ১জন
* ক্যামেরাপার্সন: ১জন
* ব্যুরো প্রধান: চট্টগ্রাম-কক্সবাজার কোস্ট ব্যুরো, ফেনী-চাঁদপুর কোস্ট ব্যুরো, বরিশাল কোস্ট ব্যুরো এবং খুলনা কোস্ট ব্যুরো
* উপজেলা প্রতিনিধি: ৩১টি সমুদ্র উপকূলীয় উপজেলায়
* বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সমুদ্র, ফিশারিজ ও পরিবেশ বিভাগ চালু থাকা সকল বিশ্ববিদ্যালয়

উপজেলাগুলো হলো: সাতক্ষীরার শ্যামনগর; খুলনার কয়রা; বাগেরহাটের মোংলা; বরগুনা সদর ও পাথরঘাটা; পটুয়াখালীর রাঙ্গাবালি ও কলাপাড়া (কুয়াকাটা); ভোলার চরফ্যাশন, লালমোহন, মনপুরা ও তজুমদ্দিন; নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়া; ফেনীর সোনাগাজী; চট্টগ্রামের পোর্ট, ডাবলমুরিং, মিরসরাই, পাহাড়তলি, সন্দীপ, পতেঙ্গা, হালিশহর, সীতাকুণ্ড, আনোয়ারা ও বাঁশখালী এবং কক্সবাজার সদর, চকরিয়া, কুতুবদিয়া, উখিয়া, মহেশখালী, রামু ও টেকনাফ উপজেলা।

সুযোগ সুবিধা: আলোচনা সাপেক্ষে।

আবেদন করতে এই লিংকে ক্লিক করে ফরম পূরণ করুন

আবেদনের শেষ সময়: ৫ ডিসেম্বর।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com