ওমর ফারুক, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ২০ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৯:৫৯
সোনাগাজীর জালিয়া ডাঙা খালে পানি শূন্যতায় বোরোর আবাদী হাজার হাজার একর জমি এখন হুমকির মুখে। বিশেষ করে খালের পাশে ছরচান্দিয়ায় দুইশত একর, দক্ষিণ চরছান্দিয়ায় ২শত পঞ্চাশ একর ও চর গনেশ গ্রামের তিনশত একর জমিতে বোরো চাষ করা হয়েছে। খাল শুকিয়ে যাওয়ায় এক সপ্তাহ ধরে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে ক্ষেতে ছোট ছোট ফাটলের দেখা গেছে।
For add