খালে পানি শূন্যতায় সোনাগাজীতে মরছে কৃষকের স্বপ্নের ফসল

সোনাগাজীর জালিয়া ডাঙা খালে পানি শূন্যতায় বোরোর আবাদী হাজার হাজার একর জমি এখন হুমকির মুখে। বিশেষ করে খালের পাশে ছরচান্দিয়ায় দুইশত একর, দক্ষিণ চরছান্দিয়ায় ২শত পঞ্চাশ একর ও চর গনেশ গ্রামের তিনশত একর জমিতে বোরো চাষ করা হয়েছে। খাল শুকিয়ে যাওয়ায় এক সপ্তাহ ধরে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে ক্ষেতে ছোট ছোট ফাটলের দেখা গেছে।

স্থানীয় কৃষকেরা বলেন, জালিয়াডাঙ্গী খালের পাশে সিআইএমও সেচপাম্প বসানো আছে। এর মাধ্যমে তাঁরা জমিতে পানি দিতো এখন পানি না থাকায় কয়েকশত কৃষকের বোরো আবাদ জমি হুমকির মুখে।

চরছান্দিয়া গ্রামের কৃষক মো. ইব্রাহিম ৫৯ নং পাম্পের পরিচালক তিনি বলেন, ৮০ একর জমিতে তার সেচে পানি যাওয়ার কথা, সিআইএমও সোনাগাজী ম্যানেজার জালাল এক সপ্তাহের মধ্যে পানি ব্যবস্থার কথা বলেন। ১০ দিন অতিবাহিত হলেও পানি আসেনি ‘বোরো আবাদ লইয়া আমরা মহাবিপদে পড়ছি। খালে পানি নাই। তাই ক্ষেতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। খালে পাম্প আছে পানি নেই। পানির ব্যবস্থা হলেই কেবল বোরো আবাদ রক্ষা করা যাইত।’

৫৭ নাম্বারের পরিচালক নবী আলম জানান, তার পাম্পে ১০০ একর জমিতে পানি দিতে হয় আগামী এক সপ্তাহের মধ্যে পানি না আসলে ধান আর থাকবেনা।

নুর নবী (পাম্প-১৩০) তার পাম্পে জমি ৫০ একর ও আইয়ুব আলী (পাম্প-১৫৮) জমির পরিমাণ ৭০ একর তাদের প্রত্যেকেই পানি দিতে না পেরে কৃষকদের তোপের মুকে প্রতিনিয়ত আতংকে আছেন বলে জানান।

আবদুল হালিম ৪ একর, মহি উদ্দিন ৪ একর, জগদিশ ৬ একর ও জয়নাল আবেদীন ৪ একর জমিতে বোরো আবাদ করেছেন। তারা জানান, ঋণের টাকায় আবাদ করছেন। পানি না পেলে তাদের জমির ফসল ঘরে তুলতে পারবেনা ঋণের দায়ে তারা ঘর বাড়ী ছাড়তে হবে।

উপজেলা পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর হোসেন (মেম্বার) বলেন, পানি না থাকায় তারা হতাশ, কৃষকদের নিয়ে চরম দুঃশ্চিন্তায় আছেন। তিনি পানি না থাকার জন্য খাল সংস্কারে ড্রেজিং ঠিকমত হয়নি দাবি করে সিআইএমও’র সোনাগাজী ম্যানেজার জালালের বিচার দাবি করেন। দ্রুততম সময়ে পানি ব্যবস্থার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে গিয়েছেন নদীতে পানি আছে খালে সংকটের কারন উদঘাটন ও নিরসনে তারা কাজ করছেন। তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করেছেন। আশাকরি শীঘ্রই এ সমস্যার সমাধান আসবে।

সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি ও কৃষকের উন্নয়নে প্রধানমন্ত্রী সর্বদা নজর রাখছেন। বিষয়টি সম্পর্কে অবহিত করায় প্রতিবেদক কে ধন্যবাদ জানান। তিনি বলেন, শীঘ্রই তিনি সরেজমিন পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। কৃষকদের যেকোন প্রয়োজনে তিনি কৃষকদের পাশে আছেন এবং থাকবেন বলেও জানান।

 

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

oceantimesbd.com