সামুদ্রিক শৈবাল সারাবে লিভারের রোগ: গবেষণা

সমুদ্রের তলায় রয়েছে অসংখ্য উদ্ভিদ বা শৈবাল, যা সি-উইড নামে পরিচিত। বিশ্বব্যাপী এই সি-উইডকে সুপার ফুড বলা হয়। এতে আছে নানান রোগের মহৌষধের খোঁজও।

এবার এই সি-উইডে ফ্যাটিক লিভারের চিকিৎসা উপাদান পাওয়ার কথা জানিয়েছে ভারতের সেন্ট্রাল মেরিন ফিসারিজ রিসার্চ ইন্সটিটিউট। এর আগে সমুদ্রের উদ্ভিদ বা শৈবাল থেকে অন্তত ৮টি রোগের ওষুধ আবিষ্কার করেছিলেন সংস্থাটির গবেষকরা। এবার এই তলিকায় যুক্ত হলো লিভারের ওষুধ।

সংস্থাটির গবেষকরা জানান, ১০০ ভাগ প্রাকৃতিক এই ওষুধ দিয়ে ফ্যাটি লিভার সারানোর চেষ্টা পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।

লিভারের সমস্যাগুলির মধ্যে ফ্যাটি লিভার এক অন্যতম সমস্যা। অনেকের ছোটবেলা থেকেই ফ্যাটি লিভার থাকে। একটা ফ্যাটি লিভারের সমস্যা হয় মদ্যপানের ফলে। কিন্তু মদ্যপান যাঁরা করেন না বা ছোটদেরও ফ্যাটি লিভারের সমস্যা আছে।

 

 

 

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com