শাবিপ্রবিতে সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

১২ দিনব্যাপী সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে একই বিষয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম সেমিনারের আয়োজন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগ। দেশ বিদেশের বিশেষজ্ঞ ও পরিবেশবিদদের অংশগ্রহণে এই আয়োজন গতকাল শনিবার শেষ হয়।

আন্তর্জাতিক সিম্পোজিয়াম সেমিনার ৪টি টেকনিক্যাল সেশন, ১টি প্যানেল ডিসকাশন ও পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে সম্পন্ন হয়। এতে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, যুক্তরাজ্যসহ ৫টি দেশের ৩০০ জন অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন সেমিনারটির আহ্বায়ক সমুদ্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকার।

এছাড়া সিম্পোজিয়াম সেমিনারটির মাধ্যমে ‘সেন্টার ফর পার্টিসেপেটরি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি)’ এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের মাঝে একাডেমিকভাবে পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ মার্চ) সকালে সিম্পোজিয়ামের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উদ্বোধন পরবর্তী টেকনিক্যাল সেশনে আলোচক হিসেবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব প্লেমাউথ এর ড. ইমোজেন ন্যাপার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গাউছিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী, ভারতের আইএনসিআইওএস এর ড. নিমিত কুমার, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পার্টিসিপ্যাটরি রিসার্চ ওন্ড ডেভেলপমেন্ট এর মো. শামসুদ্দোহা বক্তব্য প্রদান করেন।

এছাড়া দুই দিনব্যাপী আয়োজিত এ সেমিনারে সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর দেশ বিদেশের গবেষকদের মোট ৫০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। সেমিনারটিতে আলোচক ও গবেষকেরা সমুদ্র সম্পদের সঠিক ব্যবহার, সুনীল অর্থনীতির ক্রমবিকাশ, সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে তাদের গবেষণা প্রবন্ধ, নিবন্ধ, বিষয়ে আলোচনা করেন।

আন্তর্জাতিক সিম্পোজিয়াম সেমিনারে আর্থিক পৃষ্ঠপোষকতায় ছিলেন পিওজিও, নিপ্পন ফাউন্ডেশন, ওক্সফাম, সিপিআরডি, ট্রেড ওয়ার্ল্ড, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এবং ওয়ান স্টপ হলিডেইজ লিমিটেড।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com