ঢাকায় চলছে ইউনেস্কোর ভারত মহাসাগর বিষয়ক কমিটির ৯ম অধিবেশন


ভারত মহাসাগর উপকূলের ১৯টি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের (আইওসি) ভারত মহাসাগর বিষয়ক আন্তসরকারী আঞ্চলিক কমিটির (IOCINDIO) নবম অধিবেশন।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কমিটির সভাপতি বাংলাদেশের পক্ষ থেকে তিন‌ দিনের এ অধিবেশন উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। অনলাইনে যুক্ত হয়ে এই অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব) মো. খুরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন আইসিওআইএনডিআইওর নির্বাহী সচিব ভ্লাদিমির রিয়াবিনিন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ অঞ্চলের নিরাপত্তা, সংযোগ, শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত মহাসাগরের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা কার্যক্রম, প্রকল্প গ্রহণ এবং সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত মহাসাগরের সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সুনির্দিষ্ট স্বার্থ ও অগ্রাধিকার বিবেচনা করে এ অঞ্চলের সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

এ সময় ভারত মহাসাগর নিকটবর্তী ১৯টি দেশের সমুদ্র সংক্রান্ত দফতরের কর্মকর্তা ও সমুদ্র বিজ্ঞানীদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমুদ্র, পরিবেশ ও প্রাণিবিদ্যার বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

মঙ্গলবার শুরু হওয়া তিনদিন ব্যাপী এই কনফারন্সে আইওসিআইএনডিআইও-এর আগামী ২ বছরের নতুন কমিটি গঠন করার কথা রয়েছে। বর্তমানে এই সাব কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার এডমিরাল খুরশিদ আলম। তার আগে বাংলাদেশের হয়ে এই কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসলেম উদ্দিন মুন্না।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

oceantimesbd.com