ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে সম্ভাব্য সব ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে জাহাজে পণ্য ওঠানামা এবং খালাস বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ করে সর্বোচ্চ সতর্কতামূলক প্রস্তুতি নিয়ে রেখেছে। খোলা হয়েছে বন্দরের মেরিন, নিরাপত্তা, ট্রাফিক ও সচিব বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ। জেটিতে অবস্থানকারী জাহাজগুলোকে আজ (শনিবার) ভোরে গভীর সাগরে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সবগুলো জাহাজকে ইঞ্জিন চালু রাখতে বলা হয়েছে। লাইটারেজ জাহাজগুলোকে কর্ণফুলী নদীর উজানে সেতুর পরে শিকলবাহা এলাকায় নোঙর করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর রাতে চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদসংকেত ঘোষণার পর পরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতামূলক নিজস্ব ‘অ্যালার্ট–৪’ জারি করে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন। বন্দর চেয়ারম্যান রিয়ার আ্যডমিরাল মোহাম্মদ সোহায়েলের সার্বিক নির্দেশনায় ঠিক করা হচ্ছে করণীয়।

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক ওশানটাইমসকে বলেন, আবহাওয়া অধিদপ্তরের সংকেতের ওপর নির্ভর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অ্যালার্ট জারি করেছে। সাইক্লোন স্ট্যান্ডিং কমিটির সভা হয়েছে।

একই সঙ্গে লাইটার জাহাজগুলোকে বন্দরের উজানে সদরঘাট থেকে কর্ণফুলী শাহ আমানতসেতু এলাকার দিকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। জেটি ও বহির্নোঙরে থাকাজাহাজগুলোকে ইঞ্জিন চালু রাখতে বলা হয়েছে যাতে তাৎক্ষণিক মুভমেন্ট করতে পারে। ভোরের জোয়ারে জেটিতে থাকা সবগুলো জাহাজকে গভীর সাগরে চলে যেতে বলা হয়েছে।

চট্টগ্রাম বন্দরকর্তৃপক্ষ আবহাওয়া বিভাগের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রেখে সবকিছু মনিটরিং করছে বলেওসংশিষ্ট কর্মকর্তারা জানান।

তারা বলেন, বন্দরে নিজস্ব ‘অ্যালার্ট–৪’ জারি করার পাশাপাশিকন্ট্রোলরুম চালু করা হয়েছে। মোখার ক্ষয়ক্ষতি থেকে বন্দরকে রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেয়াহয়েছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

oceantimesbd.com