জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা কেরির

স্বল্প কার্বন নির্গমনকারী দেশ হওয়া সত্ত্বেও উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু পরিবর্তনে অভিযোজন ও প্রশমনে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে লেখা এক চিঠিতে কেরি এই প্রশংসা করেন। রবিবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

চিঠিতে নতুন আইন আইআরএ (মুদ্রাস্ফীতি হ্রাস আইন) সহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাইডেন প্রশাসনের বেশ কয়েকটি পদক্ষেপও তুলে ধরেন কেরি।

জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ড ও লক্ষ্যের জন্য ঢাকার প্রশংসা করে জন কেরি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জলবায়ু উদ্যোগে যোগদানেরও আহ্বান জানান। যার মাধ্যমে বাংলাদেশ অন্যান্য বৃহৎ নির্গমনকারীদের জন্য একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করতে পারে এবং বিশ্ব জলবায়ু প্রক্রিয়ায় অর্থপূর্ণভাবে অংশ নিতে তাদের উৎসাহিত করতে পারে।

তিনি গত বছর গ্লাসগোতে কপ২৬ সম্মেলনের আগে জমা দেওয়া উচ্চাকাঙ্ক্ষী ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনের (এনডিসি) জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং এ বছরের নভেম্বরে শার্ম আল শেখে কপ২৭ সম্মেলনের আগে আরও উচ্চতর কিছুর জন্য অনুরোধ করেন।

একইসঙ্গে তিনি এনডিসি লক্ষ্য বাস্তবায়নের উপায় খুঁজে বের করার ক্ষেত্রে মার্কিন সরকারের সমর্থনেরও আশ্বাস দেন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com