সেচের কারণে পাল্টে গেছে পৃথিবীর ঘূর্ণন অক্ষ

সেচের ফলে স্থানান্তর হচ্ছে পৃথিবীর ঘূর্ণন অক্ষ। কৃষিকাজের জন্য সেচ থেকে প্রবাহিত পানি, স্থল থেকে সমুদ্রে এত বেশি স্থানান্তরিত হয়েছে যে, পৃথিবীর ঘূর্ণন অক্ষেরই অবস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে। সেচের কারণে ১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ভূমি-ভিত্তিক জলাশয় থেকে প্রায় ২ ট্রিলিয়ন মেট্রিক টন পানি সমুদ্রে স্থানান্তরিত হয়েছে– যার ফলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৬ মিলিমিটারের বেশি বেড়েছে। পানির এ স্থানান্তর উত্তর মেরুকে তার পূর্বের অবস্থান থেকে প্রতিবছর প্রায় ৪ সেন্টিমিটার সরিয়ে দিচ্ছে।

জ্যোতির্বিজ্ঞানী হিপাকার্স প্রথম প্রমাণ করেন, পৃথিবীর দুই মেরুর অক্ষরেখা লাটিমের মত একদিকে হেলে ঘুরতে থাকে, যাকে ক্যান্ডার উবল বলা হয় এবং এর ফলেই ঋতু পরিবর্তনে বিচিত্রতা তৈরি হয়।

কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে জিওফিজিক্যাল রিসার্চ লেটারের গবেষণায় বলা হয়, সর্বশেষ বরফযুগে হিমবাহের স্থানচ্যুতির পর, মেরুর ঘুর্ণনের দিক পরিবর্তনের জন্য সেচই দ্বিতীয় প্রধান কারণ। গবেষনায় আরো দেখা যায়, ১৯৯৩ থেকে ২০১০ পর্যন্ত, শুধুমাত্র সেচের কারণেই পৃথিবীর উত্তর মেরু পূর্বের অবস্থান হতে প্রায় ৭৮ সেন্টিমিটার সরে গেছে।

গবেষক দলের সদস্য আমেরিকার টেক্সাক্স বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিজ্ঞানী ক্লার্ক উইলসন বলেন, শুধু পৃথিবীর ঘূর্ণনই মেরুর এই অবস্থান পরিবর্তন করে না, এছাড়াও একটি সূক্ষ্ম ননসাইক্লিক মেরু প্রবাহ রয়েছে যা বিশ্বব্যাপী হিমবাহ গলানোর ফলে এবং গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফের চাদর থেকে সমুদ্রে স্থল-ভিত্তিক জলের চলাচলের কারণে ঘটে। এছাড়াও সেচের ফলে পানির প্রবাহের কারণেও এই চ্যুতি ঘটে, আশ্চর্যজনক ভাবে এটিই অন্যতম একটি কারণ।

গবেষক দল বলছে, যদিও পানির প্রবাহকে খুব হালকা ভাবে নেয়া হয়, কিন্তু এই গবেষণায় দেখা গেলো শুধু পানির প্রবাহের কারণেই পৃথিবীর ঘূর্ণনও পরিবর্তন করে ফেলেছে।

সেচের কারণে উত্তর মেরুর দিক পরিবর্তনের পাশাপাশি স্থানীয় জলবায়ুতেও পরিবর্তন ঘটবে যা বৈশ্বিক তাপমাত্রা, বায়ু প্রবাহ সহ নানান ক্ষেত্রে ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

oceantimesbd.com