মাছ ধরতে গিয়ে জালে আটকে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৪ ঘণ্টা পর গহুর বাদশা (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন গহুর বাদশা।

শুক্রবার বিকেলে ব্রহ্মপুত্র নদ থেকে বাদশার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কালিকুড়া টি-বাঁধ এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ইউনিয়নের বেড়িবাধ এলাকার আবুল কালাম মিয়ার ছেলে।

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ খবরুল ইসলাম মন্ডল জানান, রংপুর থেকে আসা আমাদের ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টায় নিখোঁজের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। গহুর বাদশা পানিতে নিজের জালে আটকা পড়ে নিহত হয়েছে বলে জানান তিনি।

জানা যায়, নিহত যুবক শুক্রবার দুপুরে ঝাকি জাল(মুঠ জাল) নিয়ে রাণীগঞ্জ ইউনিয়নের কালিরকুড়া টি বাধ এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে জাল আটকে গেলে পানিতে নামেন ওই যুবক। পরে অনেকক্ষণ তার কোনো খোঁজ না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।

 

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

For add

oceantimesbd.com