সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারের সময় ৩ জেলে আটক

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে বিষ, বিষযুক্ত মাছ, নিষিদ্ধ টোনাজাল, চটজাল এবং নৌকাসহ তিন জেলেকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (১০ এপ্রিল) আনুমানিক রাত ১০ টার দিকে তাদের আটক করে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ বনরক্ষীরা।

আটককৃতরা হলেন রামপাল উপজেলার মালিডাংগা গ্রামের আমিনুদ্দিন শেখের ছেলে মোঃ শহিদ আলী শেখ (৫০), একই এলাকার মোঃ রহমান ইজারদারের ছেলে মোঃ মেরাজুল ইজারদার (২৩) ও ওজরপুর গ্রামের মোঃ জাকির শেখের ছেলে মোঃ আঃ রহিম শেখ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা শেখ মাহবুব হাসান জানান, সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির খুন্তাকোদাল খালে টহলকালীন সময়ে তাদের কাছ থেকে মাছধরার কাজে ব্যবহৃত বিষের বোতল, প্রায় ১০ কেজি চিংড়িমাছ, নিষিদ্ধ টোনাজাল, ১৫০০ফুট ঘনচটজাল ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা শেখ মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

oceantimesbd.com