শেখ বাদশা, বাগেরহাট প্রতিনিধি : ১৫ এপ্রিল ২০২৩, শনিবার, ১১:২৯:৫৫
সুন্দরবনের করমজল এলাকা থেকে ৬ দিন ধরে নিখোঁজ থাকা হিলটন নাথ নামক এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) স্থানীয় জেলেদের খবরের সুত্র ধরে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে গত শনিবার (৮ এপ্রিল) সুন্দরবন সংলগ্ন খালে অবৈধ ভাবে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করে বন বিভাগ। ওই সময় বন বিভাগের অভিযানের পর থেকে হিলটন নাথ নামক একজেলে নিখোঁজ ছিল।
বন বিভাগের দাবী ছিলো অভিযানের সময় একজেলে নদীতে লাফদিয়ে পালিয়ে যায়। ওই দিন থেকে নিখোঁজ হিলটন নাথ কে নদীতে খুঁজতে থাকে স্বজনরা। এর পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় করমজল সংলগ্ন নদীর চরে একটি লাশ দেখতে পায় জেলেরা।
পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে অন্য কোন জায়গায় মারা যাওয়া জেলেকে রাতের আধারে কে বা কারা সুন্দরবন করমজল এলাকায় ফেলে রেখে যায়।
For add