আমরা বারকূলে থাকি, বর্ষাকালে কোথায় থাকমু?

রোজার কা-ইল্লা (কালে) আপনারা ইফতারি করেন, ‘আমরা বারকুল (বাহিরে) থাকতে  হ, জইনে-জইনে (জমিতে) থাকতে হ, আপনারা ঘরে থাকেন, আমরা বারকূলে থাকি, বর্ষাকালে কডে (কোথায়) থাকমু?’

কথাগুলো বলছিলো মৃত বাবার ছোট্ট ছেলে, সন্দ্বীপের সন্তোষপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আবদুল মান্নানের ছেলে। বসত ঘরসহ সব পুড়ে ছাই হয়ে যায় গত বৃহস্পতিবার । নদীর কূলে পূর্ব বেড়িবাঁধে ছোট্ট একটি কুঁড়েঘরে বসবাস করতেন তারা। এখন সেই ঘরটিও নেই।

মৃত মান্নানের এই ছোট্ট ছেলেটির পক্ষে নতুনকরে ঘর তোলা সম্ভব নয়। অসহায় পরিবারটিকে নতুন ঘর নির্মাণ করে দিতে সিদ্ধান্ত নিয়েছেন সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন জাফর এবং সন্দ্বীপ সংযোগ টিম।

ছোট্ট অসহায় ছেলেটিকে সহযোগিতা করতে চান সন্দ্বীপের স্থানীয় সাংবাদিক এবং স্বেচ্ছাসেবী যুবকরা। অন্যরাও চাইলে সহযোগিতা করতে পারেন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

oceantimesbd.com