নাফনদীতে বড়শিতে ধরা পড়লো ১৪ কেজির কোরাল

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে এক জেলের বড়শিতে ধরা পড়লো ১৪ কেজি ওজনের একটি কোরাল মাছ।

রোববার (৩০ এপ্রিল) বিকেলে হ্নীলা মৌলভীবাজার সংলগ্ন নদীতে জেলে ইলিয়াস হোসাইনের বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে ১৪ হাজার ৭০০ টাকায় কিনে নেন আলী আহমদ নামে এক ব্যবসায়ী।

ইলিয়াস হোসাইন জানান, দুপুরে হ্নীলা মৌলভীবাজার সংলগ্ন নাফনদীতে প্রতিদিনের মতো বড়শি নিয়ে মাছ শিকারে যান। একপর্যায়ে বড়শিতে হঠাৎ বড় একটি কোরাল মাছ আটকা পড়ে। বিকেলে মাছটি বিক্রির জন্য বাজারে নেওয়া হয়। সন্ধ্যার আগে মাছটি হ্নীলা বাজারের মাছ ব্যবসায়ী আলী আহমদ ১৪ হাজার ৭০০ টাকায় কিনে নেন।

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০-৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। এ নদীর মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন। গত ছয় মাসে বেশ কয়েকটি বড় কোরাল নাফ নদীতে পাওয়া গেছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

oceantimesbd.com