সেন্টমার্টিনের মানুষের আকুতি, ‘আমরা বাঁচতে চাই’

বাঁচার আকুতি প্রকাশ করে এক যুবকের দেওয়া ফেসবুক পোস্ট

 বাংলাদেশের কক্সবাজার, সেন্টমার্টিন ও মিয়ানমার উপকূলের দিকে ধেয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। এই ঘূর্ণিঝড়টি আগামীকাল সকাল নাগাদ উপকূল ছুতে পারে। তবে সেন্টমার্টিন দ্বীপে এর প্রভাব বেশি পড়তে পারে। এখন পর্যন্ত পাওয়া আবহাওয়ার সংকেতগুলো বলছে, এ ঘূর্ণিঝড়টির কারণে সেন্টমার্টিনে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এমন পরিস্থিতি হলে সমুদ্রের অভ্যন্তরের দ্বীপ এলাকা সেন্টমার্টিনের প্রাণের অস্তিত্বই হারানোর শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু এখনো স্থানান্তর করা হয়নি সেখানকার বাসীন্দাদের।

এমন পরিস্থিতিতে ফেসবুকসহ সমাজিক যোগাযোগ মাধ্যম এবং পরিচিতদের মোবাইল ফোনে কল করে বাঁচার আকুতি জানাচ্ছেন এই এলাকার মানুষ। দ্রুত তাদের মূল ভূখণ্ডে আনতে সরকারের তৎপরতাও চাচ্ছেন তারা।

শনিবার (১৩ মে) সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমনই আকুতি প্রকাশ করেছেন মুহাম্মদ আমির হোসেন আপন নামের এক যুবক। “বাঁচতে চাই” শিরোনামে তিনি লিখেছেন, “সেন্টমার্টিন দ্বীপের মানুষগুলো বাঁচতে চাই” তাঁদের উদ্ধার করুন। স্থানীয় যেসব ট্রলার, স্প্রীড বোট, ফিসিং বোট ছিলো তা দিয়ে যারা যেভাবে যেতে পেরেছে টেকনাফ চলে গিয়েছে। বর্তমানে নৌযানের অভাবে আটকা পড়েছে দ্বীপের হাজার হাজার মানুষ। তাঁদের চিৎকার কেও শুনছে না।
হাতে সময় আছে মাত্র ১১ ঘন্টা। আবহাওয়া পুর্বাভাসে বলছে সেন্টমার্টিনে সবচেয়ে বেশি আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মোখা’। টেকনাফ ঘাটে কেয়ারীর ২ টি জাহাজ আছে, বিজিবি ও কোস্ট গার্ডের বড় বড় হাই স্প্রীড বোট রয়েছে।
চাইলে এসব নৌযান দিয়ে দ্বীপের মানুষদের সরিয়ে নিতে পারে। সময় হাতে থাকতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিন। প্রশাসনের অবহেলা দেখা যাচ্ছে।

জমির উদ্দিন নামে স্থানীয় এক বাসিন্দা ওশানটাইমসকে মোবাইল ফোনে বলেছেন, ‌’আমার বাড়ির সব প্রয়োজনীয় জিনিসপত্র একটি রিসোর্টের ২য় তলায় রেখেছি। এখন পরিবার নিয়ে ঘাটের কাছে অপেক্ষা করছি। সুযোগ পেলে কক্সবাজার চলে যাবো। কিন্তু কেউ নেওয়ার ব্যবস্থা করছে না। খুব ভয়ে আছি। দেখি শেষ পর্যন্ত যেতে না পারলে হাসপাতালে গিয়ে উঠবো। সেটা একটু নিরাপদ বিল্ডিং আছে। দোয়া করেন আমাদের জন্য।’

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , ,

oceantimesbd.com