তিনদিন ধরে সাগরে ভাসছিল ১৪ জেলে

গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ‘এফবি কাজী’ নামের একটি ফিশিং বোটের ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৩ আগস্ট ‘এফবি কাজী’ নামক একটি ফিশিং বোট চট্টগ্রাম ফেমাশিয়া বাঁশখালী ঘাঁট হতে মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। গত ২৬ আগস্ট মধ্যরাতে ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। গত মঙ্গলবার (২৯ আগস্ট) বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় ভেসে আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনে যোগাযোগ করে। পরবর্তীতে কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ ‘পোর্ট গ্র্যান্ড’ এর সহায়তায় টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাগরের সাঙ্গু মোহনা থেকে আনুমানিক ২০ নটিক্যাল মাইল দূর থেকে তাদের উদ্ধার করে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া জেলেরা চট্টগ্রাম জেলার বাসিন্দা। জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। উদ্ধার পরবর্তী কার্যক্রমের জন্য কোস্ট গার্ড জাহাজ কর্তৃক জেলেসহ বোটটি কোস্ট গার্ড স্টেশন সাঙ্গুর কাছে হস্তান্তর করা হয়। পরে জেলেদের ফিশিং বোটের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ফিশিং বোটের ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, গত ২৮ জুলাই ‘এফবি সোহরাব’ নামক ফিশিং বোট ১৫ জন জেলেসহ মাছ ধরার জন্য সাগরে যায়। মাছ ধরা শেষে ফেরার সময় মঙ্গলবার সকালে নোয়াখালী জেলার হাতিয়ায় মেঘনা নদীতে জাহাজমারার দমারচর সংলগ্ন এলাকায় বৈরী আবহাওয়ায় অতিরিক্ত ঢেউয়ের কারণে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে।

বিষয়টি ওই এলাকার নিকটবর্তী বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হাতিয়া অবগত হলে দ্রুত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরে বিসিজি স্টেশন হাতিয়া বিকেল সাড়ে ৩টার দিকে ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করে বিকল হয়ে যাওয়া ফিশিং বোটসহ নোয়াখালী জেলার হাতিয়া থানার বুদ্দোনা ঘাটে নিয়ে যায়। তিনি আরও বলেন, উদ্ধার ফিশিং বোট ও জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , , , , , ,

oceantimesbd.com