ডিসেম্বরে ১ ডিগ্রি বেশি ছিল তাপমাত্রা, শৈত্যপ্রবাহের পরও জানুয়ারিতে থাকবে বেশি

ক্রমেই বেড়ে চলেছে বৈশ্বিক তাপমাত্রা। ব্যতিক্রম নয় বাংলাদেশও। আবহাওয়া অফিস বলছে, শীতের এই সময়ে বাংলাদেশে স্বাভাবিকের ১ে ডিগ্রি বেশি রয়েছে তাপমাত্রা। ২০২২ সালের ডিসেম্বর মাসের তাপমাত্রা পর্যালোচনা করে সংস্থাটি জানায়, এই মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ২০২৩ সালের জানুয়ারি মাসেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে তারা।

জানুয়ারি মাসের জন্য দেওয়া আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞ কমিটি। গত ১ জানুয়ারি কমিটির সভায় বিগত মাসের আবহাওয়া পরিস্থিতির পর্যালোচনা এবং চলতি মাসের জন্য এই পূর্বাভাস তৈরি করা হয়।

পূর্বাভাসে বিগত মাসের পরিস্থিতি তুলে ধরে আবহাওয়া পর্যবেক্ষক কমিটি জানায়, ডিসেম্বর মাসের দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৯ ডিসেম্বর কক্সবাজারে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিসেম্বর বদলগাছিতে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষায় ১.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষায় ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। একইসঙ্গে সারা দেশের গড় তাপমাত্রা ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলেও জানায় আবহাওয়া বিশেষজ্ঞ কমিটি।

ডিসেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে -৬৬.৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে। পুরো মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত গত ২৭ ডিসেম্বর সীতাকুণ্ডে ৫০ মিলিমিটার রেকর্ড হয়েছে বলেও জানায় আবহাওয়া বিশেষজ্ঞ কমিটি।

জানুয়ারি মাসের পূর্বাভাসে বিশেষজ্ঞ কমিটি জানায়, এ মাসে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। এ সময় দেশে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে ১টি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষায় কিছুটা বেশি থাকতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত সংস্থার মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, এল নিনো বা লা-নিনার অবস্থা যথাযথ বিশ্লেষণ করে বিশেষজ্ঞ কমিটি জানুয়ারি মাসের জন্য এই পূর্বাভাস নির্ধারণ করেছে।

এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদনদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , ,

oceantimesbd.com