হাতিয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নোয়াখালী হাতিয়ায় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে র‌্যালি ও আলোচনাসভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজন করে।

দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাইসার খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুবক্কর ছিদ্দিক ও সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সিপিপির বিভিন্ন ইউনিটিরে টিম লিডার, স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আলোচনা সভায় বক্তারা দুর্যোগকালীন সময়ে বিভিন্ন সমস্যা ও সুপারিশ তুলে ধরেন। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে প্রতিনিয়ত দুর্যোগ আঘাত করে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com