নিজস্ব প্রতিবেদক : ১১ মে ২০২৩, বৃহস্পতিবার, ২১:৫২:৫৫
প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকে ৬ ঘণ্টায় চট্টগ্রাম-কক্সবাজার উপকূলের দিকে ৫০ ও মোংলা-পায়রার দিকে ৫৫ কিলোমিটার এগিয়েছে এই প্রবল ঘূর্ণিঝড়টি। যা ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে শক্তি বাড়িয়ে চলেছে।
রাত ৯টায় দেওয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোখা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
এটি শুক্রবার সকালের মধ্যে আরও অগ্রসর ও ঘণীভূত হয়ে পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমন্বয়ে উত্তর -উত্তরপূর্ব (কক্সবাজার-মিয়ানমারের) দিকে অগ্রসর হতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে।
এর আগে দুপুরে দেওয়া আবহাওয়ার ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা পর্যন্ত ঘূর্ণিঝড় মোখা চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১১৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। সে হিসেবে এটি ৬ ঘণ্টায় মোংলা ও পায়রার দিকে ৫৫ এবং কক্সবাজার-চট্টগ্রামের দিকে ৫০ কিলোমিটার এগিয়ে এসেছে।
সর্বশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস আরও জানায়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে বলেও জানানো হয়।
দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলেছে আবহাওয়া অফিস।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: cyclone mocha, ঘূর্ণিঝড় মোখা, প্রবল ঘূর্ণিঝড়, মোখা
For add