চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বার্ডস পার্ক করার উদ্যোগ

বঙ্গোপসাগরের তীরঘেষা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে বার্ডস পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন। আগামী মাসেই শুরু হচ্ছে এই বার্ডস পার্কের নির্মাণ কাজ।

রোববার (১২ মার্চ) দুপুরে জঙ্গল সলিমপুরের উদ্ধার হওয়া সরকারি জমি পরিদর্শনকালে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ তথ্য জানান। পার্কটি হবে নাইট সাফারি পার্কের আদলে।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক যোগদানের পর প্রথমবারের মতো জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী পাহাড়ের পরিবেশ ও প্রতিবেশ অক্ষুণ্ন রেখে আগামী মাসেই নাইট সাফারি পার্কের আদলে বার্ডস পার্কের কাজ শুরু হবে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। সরকারের বিভিন্ন দপ্তর এখানে জায়গা চাইছে। আমাদের পরিকল্পনায় এখানে একটি সাফারি পার্ক, খেলার মাঠ, বার্ডস পার্ক ইত্যাদি নির্মাণের চিন্তা চলছে। এখানে যেসব ভূমিহীন ও গৃহহীন মানুষ আছে তাদের বিষয়ে যথাযথ নিয়ম মেনে আশ্রয়ণের মাধ্যমে পুনর্বাসন করা হবে।

যারা অবৈধভাবে পাহাড় কাটা, সরকারি জমি দখল, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক ব্যবসার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক।

এসময় সঙ্গে ছিলেন জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, ইউএনও মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

oceantimesbd.com