“মন্টিস চিংড়ি” সমুদ্রের সবচেয়ে আকর্ষণীয়


চিংড়ি মাছের সাথে পরিচিত নয় অথবা নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বরং সকলের পছন্দের খাবারের তালিকার শীর্ষে চিংড়ি মাছ অবস্থান করে। সামুদ্রিক চিংড়ি অনেক প্রজাতির হওয়ায় স্থান ও পরিবেশের উপর ভিত্তি করে এদের ইউনিক কিছু

বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে “মন্টিস চিংড়ি”। এর প্রায় চারশত উপপ্রজাতি রয়েছে। এদের ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখতে পাওয়া। এদের সম্পূর্ণ শরীর উজ্জ্বল বর্ণের এবং খোলস লাল-নীল আরো অন্য রং এর সংমিশ্রণে আকর্ষণীয় রূপ তৈরি করে।

পরিশেষে সমুদ্রের তলদেশে সুন্দর প্রাণীদের যেমন অভাব তেমনি রঙিন সামুদ্রিক মাছ এর অভাব নেই। উপকারী ও অপকারী সুন্দর-অসুন্দর ভালো-মন্দ সহ সকল ক্যাটাগরির প্রাণীদের অভয়ারণ্য। সমুদ্র তলদেশের সুন্দর প্রাণীদের সম্পর্কে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে মাধ্যমে শেয়ার করতে পারেন এবং সোশ্যাল মিডিয়ায় বেশী বেশী শেয়ার করেন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com