সমুদ্রের তলদেশে রঙিন সামুদ্রিক মাছ

সামুদ্রিক মাছ এর পাশাপাশি সমুদ্রে অনেক জীব আছে যা সমুদ্রের সৌন্দর্য বৃদ্ধি করেছে। সুন্দর প্রাণীর সমুদ্রের তলদেশে কোন কমতি নাই। এজন্য প্রাণীদের প্রজাতি এবং সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।

যদিও সময়ের বিবর্তনের সাথে সাথে প্রাণীর সংখ্যা কিছুটা বিলুপ্তির পথেও। আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই এক প্রজাতির প্রাণী অন্য প্রজাতির প্রাণীর সাথে দ্বন্দ্বে লিপ্ত। বিষয়টি অত্যন্ত স্বাভাবিক। এটিকে খাদ্যচক্রের একটি অংশ বলা হয়। সমুদ্রের তলদেশে চিংড়ি মাছ আমাদের দেশি চিংড়ি গলদা বাগদা এর চেয়ে অনেক বড়। কেননা যে কোন প্রজাতির প্রাণী তার নিজ নিজ অস্তিত্ব রক্ষায় তথা নিজেদের রক্ষা করার চেষ্টা করে।সমুদ্রের তলদেশে এমন ঘটনা ঘটে থাকে। কিন্তু যে কোনো প্রাণীদের বিলুপ্তির পিছনে অনেকাংশে দায়ী। মানুষের অসৎ উদ্দেশ্য, লোভ, এবং উদাসীনতাই দায়ী। সুন্দর প্রানীদের প্রতি মানুষ আকৃষ্ট বেশি হয়।

সমুদ্রের তলদেশে ক্ষুদ্র থেকে শুরু করে বৃহৎ প্রজাতির বিভিন্ন রকম প্রাণী আমরা দেখতে পাই। এজন্য এদের আকার-আকৃতি রং সহ অন্যান্য বৈশিষ্ট্য ইউনিক প্রকৃতির। যেহেতু সমুদ্র তলদেশে সব অঞ্চলের মানুষের যাওয়া সম্ভব হয় না কিন্তু

প্রাণের সন্ধান রয়েছে সে সকল জায়গার জীবদের বা রঙিন সামুদ্রিক মাছ সম্পর্কে আমাদের জানা উচিত। ইউনিক প্রকৃতির প্রাণীদের দেখতে অসম্ভব সুন্দর হয়। সহজ কথায় সুন্দর প্রাণী দেখে চোখ ধাঁধিয়ে যায়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

For add

oceantimesbd.com