সমুদ্রের এই হিংস্র প্রাণী কয়েক মিনিটে মানুষ খেতে সক্ষম

 

অক্টোপাসের মতোই একধরনের সেফালোপড জাতীয় প্রাণী। মাথায় ১০টি কর্ষিকা।

কর্ষিকাগুলোর মধ্যে আটটি সমান মাপের, বাকি দুটি লম্বায় ওই আটটির চেয়ে অন্তত তিনগুণ বড়।

পেরুর কাছে ‘ডসিডিসকাস জাইনাস’ নামে এরকম হিংস্র স্কুইড দেখতে পাওয়া যায়।

৩ মিটার লম্বা ও ১৫০ কেজি ওজনের এই প্রাণীটি কয়েক মিনিটের মধ্যে একটি আস্ত মানুষকে ছিড়ে ফেলতে সক্ষম।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

oceantimesbd.com