হঠাৎ সমুদ্রের নিচে অজানা প্রাণীর দেখা

অজানা প্রাণীর সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। সমুদ্রকে প্রাণিজগতের ভান্ডার বলা হয়।

কেননা জীব বৈচিত্রের প্রায় ৬০ ভাগ জীবই সমুদ্রের তলদেশে বসবাস করে। কিন্তু সমুদ্রের অতল গহ্বর পর্যন্ত মানুষের যাওয়া সম্ভব হয়ে ওঠেনি।

কিছু ডুবুরী দেখতে পারলেও সমুদ্র তলদেশের সকল প্রাণী এবং জীব বৈচিত্র সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়ে ওঠেনি। আজকে আমরা এমন কিছু প্রজাতির প্রাণী সম্পর্কে জানব যেগুলো সমুদ্রের তলদেশে কদাচিৎ দেখা যায়।

অর্থাৎ খুবই কম মানুষেরই চোখে এদের পড়ছে এবং মানুষ এদের সম্পর্কে খুব কম পরিমাণ তথ্যই জেনেছে।

মলা মলা নামক মাছকে সানফিশ বলা হয়। এরা প্রায় সব সমুদ্রের তলদেশে এবং ক্রান্তীয় এবং উষ্ণ জলবায়ু অঞ্চল বিশিষ্ট সমুদ্রে এদের বেশি দেখতে পাওয়া যায়। এরা সামুদ্রিক শৈবাল, ছোট ছোট মা্‌ জুওপ্লাংকটন ইত্যাদি খাবার খেয়ে থাকে।

এর আকারে অনেক বড় এবং এদের শরীর কাটা দিয়ে নয় বরং হাড় দিয়ে তৈরি। এজন্য এদেরকে বোনি (Boney Fish ) ফিশ বলা হয়। এদের শরীরে দুইপাশের এক পাখনার কিনার থেকে অপর পাখনার কিনার পর্যন্ত ১১ফিট হয়। ওজনের দিক থেকে এরা ৩০০ পাউন্ড বা ১৩৭ কেজি পর্যন্ত হয়ে থাকে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

oceantimesbd.com