সমুদ্রের নিচে অদ্ভুদ ধরণের মাছ

তারা মাছ মানুষের পছন্দের সামুদ্রিক প্রাণী। সমুদ্রের নিচে অনেক কিছুই দেখে আমরা মুগ্ধ হই। এ সব প্রাণী সম্পর্কে আমরা অনেকেই ছবি দেখে চিনে থাকি আবার কিছু কিছুর নামও জানি। সামুদ্রিক প্রাণীর পছন্দের তালিকায় এসব প্রাণীরা শীর্ষে স্থান পায়। এমনই সকলের পছন্দের তালিকার শীর্ষ স্থানীয় প্রাণী হল তারা মাছ। তারা মাছ দেখতে বাকি সব প্রানীদের থেকে সম্পূর্ন আলাদা প্রকৃতির।

তবে কিছু কিছু প্রজাতি উদ্ভট আবার কিছু কিছু প্রজাতি অনেক সুন্দর এবং আকর্ষনীয়। এরা সামুদ্রিক তারা বা সী-স্টার নামেও পরিচিত। সমুদ্রের তলদেশে এমন ২০০০ প্রজাতির মাছ এমনই সব আকর্ষনীয় প্রজাতির মাছদের তথ্য তুলে ধরা হল।

লেদার স্টারঃ

অ্যালাস্কা, মেক্সিকো এবং নর্থ আমেরিকার পশ্চিম উপকূলে এদের দেখতে পাওয়া যায়। সমুদ্রের পানির উপরিতল থেকে ৩০০ফিটের নিচে এদের দেখতে পাওয়া যায়। এরা সামুদ্রিক শৈবাল, স্পঞ্জ, এবং সামুদ্রিক শসাকে খাদ্য হিসেবে খেয়ে থাকে। সৌন্দর্যের দিক থেকে এরা শীর্ষে রয়েছে।

গোলাপি তারা মাছঃ

এ প্রজাতির মাছ গোলাপি বর্নের এবং সুন্দর প্রকৃতির। আকৃতিতে এরা ২ফিট ( ডায়ামিটার ) এবং ওজনে প্রায় ১ কেজির কাছাকাছি হয়। এটির পরিচিতি বেশি শুধুমাত্র এর রঙের কারনে। কেননা এর রং সেন্টারফ্রুট চুইংগাম অথবা বাবল গামের মত।

সূর্যমুখী তারাঃ

এরা পৃথিবীর সবচেয়ে বড় আকারের তারা মাছ। এরা এদের বাহু প্রসারিত করলে ৩ ফিট পর্যন্ত জায়গা নিয়ে থাকে। এদের নর্থ আমেরিকার অ্যালাস্কা হতে ক্যালিফর্নিয়া পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। যে এলাকায় পানি বেশি সেখানে এদের বেশি খুঁজে পাওয়া যায়। এরা ১৬-২৪ সে. মি পর্যন্ত হয়ে থাকে। খাদ্য হিসাবে এরা শামুক এবং সমুদ্র আর্চিন খেয়ে থাকে।

রয়েল স্টার ফিসঃ

এ নাম তারা তাদের পূর্ববর্তী বংশধরদের কাছ থেকে পেয়েছে। এর শরীরের মাঝের অংশ বেগুনি রঙের এবং কিনার সোনালী রঙের। এদের নর্থ আমেরিকার পূর্ব উপকূলে দেখতে পাওয়া যায়। এরা সর্বোচ্চ ৭০০ ফিট গভীরে এরা চলাচল করে থাকে। তবে এরা ৭০ থেকে ১০০ ফিট এর মধ্যে চলফেরা করে। কেননা এই গভীরতায় সবচেয়ে বেশি মলাস্কা পর্বের প্রানী পাওয়া যায়। যা রয়েল স্টার ফিসের খাদ্য।

কাঁটাযুক্ত তারা মাছঃ

এরা সমুদ্রের সবচেয়ে বড় প্রজাতির স্টার ফিশ। তবে এদের দেহের উপরের অংশে প্রচুর কাঁটা রয়েছে। এরা এদের ক্ষুধা নিবারনের জন্য সামুদ্রিক কোরাল খেয়ে থাকে। এছাড়াও সমুদ্রের তোলদেশে নিচে বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে থাকে। এরা সংখ্যায় অনেক কম কিন্তু এরা কোরালের বংশবৃদ্ধিতে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। যে প্রজাতির কোরাল সবচেয়ে দ্রুত বৃদ্ধি ঘটে সে প্রজাতির কোরাল এদের শিকার হিসাবে ধরা পরে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com