এই প্রাণী দিনে ২০০ লিটারের বেশি মলত্যাগ করে

নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। নীল তিমি সামুদ্রিক এবং স্তন্যপায়ী প্রাণী।

এই প্রাণী মানুষের চেয়ে বহুগুণ বড়। পৃথিবীতে সর্বকালের বৃহৎ প্রাণী নীল তিমি। এটির ওজন প্রায় ১৫০ টন এবং এরা দৈর্ঘ্যে ৩০ মিটার অথবা ১০০ ফুটের মতো লম্বা হয়ে থাকে।

দীর্ঘতম নীল তিমিটি একটি স্ত্রী নীল তিমি যেটির দৈর্ঘ্যে ২৯·৫ মিটার এবং ওজনে ১৮০ টন।

একটি স্ত্রী তিমি ২ থেকে ৩ বছর গর্ভে বাচ্চা ধারণ করে। মানুষের সাথে তিমির বাচ্চা উৎপাদনের প্রক্রিয়া অনেকটা একইরকম।

একটি নবজাতক নীল তিমির দৈর্ঘ্য প্রায় ২৩ ফুট এবং ওজন হয় চার হাজার চারশো পাউন্ড।

প্রথম আট মাস নীল তিমির বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পায়। কারণ তখন তারা মা তিমির চর্বিযুক্ত দুধ পান করে।

সমুদ্রের নিচে এদেরকে দেখতে নীল লাগলেও সমুদ্রের উপরে উঠে আসলে এদের আসল রঙ দেখা যায়। নীল তিমি দেখতে নীল-ধূসর রঙের বা রুপালী রঙের। এবং এদের পেটের রঙ হলুদ।

শরীর যতই বড় হোক না কেন নীল তিমির খাবার কিন্তু ছোট প্রাণীরাই। কাঁকড়া, গলদা চিংড়ি, ক্রেফিশ ও বিভিন্ন ক্রিল জাতীয় জীব এদের প্রধান খাবার। একটি পূর্ণবয়স্ক নীল তিমি দিনে গড়ে প্রায় ৮ টন ক্রিল খেতে পারে। ক্ষুধা লাগলে ৩ হাজার ৬০০ কেজি পর্যন্ত খাবার গ্রহন করে তারা। নীল তিমি ২০০ লিটারের বেশি মলত্যাগ করে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , ,

oceantimesbd.com