পানির নিচে সাঁতার কাটাতে কাটতে কি হাটা যায়?

সাধারন পানিতে কিংবা পানির নিচে জলজ প্রাণী সমূহই চলাফেরা করে থাকে। জলজ প্রাণীদের পানিতেই বসবাস বিধায় এরা পানির নিচে অনায়সেই থাকতে পারে। চিন্তা করে দেখুনতো আকাশে উড়ন্ত পাখি যদি পানির নিচে চলতে বলা হয় কিংবা ব্যবস্থা করা হয় পাখি কি পানির নিচে উড়তে পারবে? আবশ্যই না। কারণ পাখির পানির নিচে অক্সিজেন নিতে সমস্যা হবে এই কারণে পাখিটি মারা যাবে। মন্তব্য তখন এমন হতে পারে অক্সিজেনের অভাবে পানিতে ডুবে পাখির মৃত্যু।

আবার স্থলচর প্রাণীদের যদি আপনি পানিতে কিংবা সমুদ্রের তলদেশে রাখা হয় কিংবা থাকার ব্যবস্থা করা হয় তাহলে আপনাকে অবশ্যই হয় সাঁতার জানতে হবে নতুবা অক্সিজেন সিলিন্ডার সহ ডুবুরীদের মত পানির নিচে ঘুরে বেড়াতে হবে।

এভাবে চললে আপনার কোন সমস্যায় হবে না। এই বিষয়টি গেল শুধুমাত্র মানুষের ক্ষেত্রে। এক তথ্যের জরিপে এই প্লানেটে ৩২৬ মিলিয়ন কিউবিক মাইল পানি বা জলাশয় আছে। এই কারনে এই পৃথিবীর ৭১% পানি।

অন্যান্য স্থলচর প্রাণীদের ক্ষেত্রে যেসব প্রাণী সাঁতার কাটতে পারে তারা পানির নিচে সার্ভাইভ করতে পারে। কিন্তু কছু প্রাণী আছে যারা একদম সাঁতার কাটতেই পারে না। বরং পানিতে পড়ে গেলে এদের অন্য কিছুর সহযোগিতায় বেঁচে ফিরতে হয়। এত কিছুর পরেও বেঁচে থাকার লড়াইয়ে সব প্রানীই বেঁচে আছে সৃষ্টিকর্তায় ইচ্ছায়। সুইমিংপুলে সুইমিং করেনি অথবা করতে দেখিনি এমন লোক খুজে পাওয়া মুশকিল। সুইমিং পুলে পানি বেশী থাকলে নিচের ফ্লোর পর্যন্ত পা পৌছে না। বরং পানিতে ভেসে থাকা লাগে।

একই ভাবে যদি পানি কম হয় তাহলে আপনি অনায়সেই পানির মধ্যে দাড়িয়ে থাকতে পারে। আজকে আমরা সেই সব প্রানী সম্পর্কে জানব যার পানির নিচে সাঁতার কিংবা হাটতে পারে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

oceantimesbd.com