জবাই বিলে অতিথি পাখির কলতান

অতিথি পাখির কলতানে মুখর নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবাই বিল ও সীমান্তবর্তী পুনর্ভবা নদী। প্রতিদিন খাবার খোঁজে ঝাঁকে ঝাঁকে আসছে অতিথি পাখি। উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার অদূরে শিরন্টি, গোয়ালা, আইহাই ও পাতাড়ী এই চার ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত জবাই বিল হাজার হাজার অতিথি পাখির নিরাপদ বিচরণ ভূমিতে পরিণত হয়েছে।

প্রতি বছরের শীত মৌসুমে হাজারো নতুন পাখির আনাগোনা শুরু হয় বিলে। জবাই বিল ও পূনর্ভবা নদীতে এই পাখিরা দিন রাত বিচরণ করছে। অতিথি পাখির বিচরণ প্রকৃতির সৌন্দর্য্যে নতুন মাত্রা যোগ করেছে। দিনরাত পাখির কিচির মিচির আর কলতানে মুগ্ধ পাখি প্রেমীরা।

এই বিল ও নদীতে অতিথি পাখির জন্য পর্যাপ্ত খাবার থাকায় প্রতি বছর শীতের সময় ছুটে আসে হাজার হাজার পাখি। এখানে শামুকখোল, বক, বালিহাঁস, চাহা, রাজহাঁস, পাতি সরালীসহ নানা প্রজাতির পাখির কলতানে সবসময় মুখরিত থাকে পুরো বিল এলাকা। এই বিলের ছোট ছোট মাছ আর শামুকই মূলত পাখির প্রধান খাবার।

তবে পাখিগুলো বিভিন্ন সময়ে শিকারির হাতে ধরা পড়ছে! রাতের আঁধারে শিকারিরা বিলে ও নদীর বুকে জাল পেতে অবাধে ওই পাখি শিকার করছে।

 

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , ,

oceantimesbd.com