ওশানটাইমস ডেস্ক : ১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার, ১০:৫৪:২১
পৃথিবীর মোট আয়তনের পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে আটলান্টিক মহাসাগর।
এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এই মহাসাগরের মোট আয়তন ১০৬.৪৬ মিলিয়ন (১০৬,৪৬০,০০০) বর্গকিলোমিটার।
এর গড় গভীরতা ১০ হাজার ৯২৫ ফুট। ‘পুয়ের্তো রিকো ট্রেঞ্চ’ হচ্ছে মহাসাগরের সবচেয়ে গভীরতম (২৭ হাজার ৪৯৩ ফুট) এলাকা।
এর পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। উত্তর দিকে ‘উত্তর মহাসাগর’ এবং দক্ষিণে ‘দক্ষিণ মহাসাগর’।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: আটলান্টিক মহাসাগর
For add