গভীরতম খাদ পুয়ের্তো রিকো

পুয়ের্তো রিকো খাতটি ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী সীমানায় অবস্থিত। আটলান্টিক মহাসাগরের গভীরতম এই খাতটি ৮০০ কিলোমিটার (৪৯৭ মাইল) দীর্ঘ এবং এর সর্বোচ্চ গভীরতা ৮,৩৭৬ মিটার (২৭,৪৮০ফুট)।

সর্বোচ্চ গভীর বিন্দুটি মিওয়াকি ডিপ নামে পরিচিত যা ব্রাউন্সন ডিপ নামক সমুদ্র তলদেশ দ্বারা পরিবেষ্টিত, যদিও সাম্প্রতিক সময়ে মিওয়াকি এবং ব্রাউন্সন ডিপ পরস্পরের সম্পূরক হিসেবে ব্যবহৃত হয়। নির্দিষ্ট এই বিন্দুটি চিহ্নিত করা হয় ১৯১৮ সালে ভিক্টর ভেস্কোভো এর তত্ত্বাবধানে।

বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত যে এই চ্যুতিরেখায় উৎপন্ন যেকোনো ভূমিকম্প একটি সুনামি তৈরিতে সক্ষম। ১৯১৮ সালে পুয়ের্তো রিকো দ্বীপটি, যা এই অঞ্চলের দক্ষিণে অবস্থিত, সান ফারমিন ভূমিকম্প দ্বারা সৃষ্ট একটি মারাত্বক সুনামির সম্মুখিন হয়েছিল।

নাসার গবেষণা অনুযায়ী, এই খাতটির নিচে অবস্থিত পদার্থ এতটাই ঘন যে তা সাগর তলদেশের উপর মধ্যাকর্ষণ টান তৈরিতে সক্ষম যা কালের পরিক্রমায় গভীরতম এই খাতের সৃষ্টি করেছে।

 

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

For add

oceantimesbd.com