সাগরে বোট ডাকাতি শেষে ভাগের সময় ৩ জলদস্যু আটক

কক্সবাজারের মহেশখালী উপকূল নিকটবর্তী বঙ্গোপসাগরে ডাকাতি করে ফিরে ভাগবাটোয়ারার সময় ৩ জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে মহেশখালীর কুতুবজোমের এলাকার মঞ্জুর ডাকাতের ঘর থেকে তাদেরকে আটক করা হয়৷ আটককৃত হলেন- কুতুবজোমের তাজিয়াকাটার জাফর আলমের ছেলে মো. কাইছার (১৯), আব্দুল মালেকের ছেলে সোনা মিয়া ও ঘটিভাঙ্গার মকবুল মিয়ার ছেলে তারেক (২৬)। তাদের থেকে ২টি দেশীয় তৈরী একনলা বন্ধুক, ১টি দেশীয় তৈরী এল জি, ২টি কিরিস, ১ টি দা,১০টি মোবাইল, ২টি হাতঘড়ি ও ফিশিং বোডের ইঞ্জিনের সেলফ উদ্ধার করা হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, গত ২৯ জানুয়ারি কক্সবাজারে সাগরে একটি বোট জলদস্যুর কবলে পড়ে। এ ঘটনায় গতকাল তারা থানায় সাধারণ ডায়েরি করলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুতুবজোমের ঘটিভাঙ্গার মঞ্জুর ডাকাতের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বোটে থাকা ১৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মহেশখালী থানায় অস্ত্র মামলা ও কক্সবাজার সদর থানায় ডাকাতি মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

oceantimesbd.com