দুইদিনেও খোঁজ মিলেনি কর্ণফুলী নদী মাঝি’র

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজের দুইদিন পরও খোঁজ মিলেনি মাঝি এসকান্দরের। গত শুক্রবার ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে নদীতে পড়ে যান তিনি। শনিবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি ফায়ার সার্ভিসের ডুবুরি দল কর্ণফুলী নদীতে তল্লাশি চালালেও মাঝির কোন খোঁজ মেলেনি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বেতাগী গাডবাড়ি সিরিয়ার মুখ কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার থেকে বাচা মিয়া বাড়িতে আসেনি। এদিন বিকেলে কর্ণফুলী নদীতে পড়ে যান তিনি। নিখোঁজ এসকান্দর (৫৫) মাঝি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিনের আমির পাড়া মৃত ইসমাইলের ছেলে। বাচা মিয়া নামে সে পরিচিত।

বেতাগীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম বলেন, নদীতে পড়ে নিখোঁজ বাচা মিয়ার খবরটা আমি শুনেছি তার ছেলের কাছে। তার বাবা ছোট্ট একটি সাম্পান চালাতো, বালু উত্তোলনকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের অস্থায়ী চাকরি করতেন। প্রতিদিনের ন্যায় নাস্তা নিয়ে যাওয়ার সময় ড্রেজারের সাথে ধাক্কা লেগে নদীতে পড়ে যায় বাচা মিয়া। তাৎক্ষণিক খোঁজাখুঁজি করে বাচা মিয়াকে পাওয়া যায়নি। পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, শুক্রবার ঘটনাটি ঘটে। তবে শনিবার আমরা ঘটনাস্থলে গিয়েছি। আমাদের হেড অফিস থেকে ডুবুরি দল আসেন। সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি তারা কর্ণফুলী নদীতে তল্লাশি চালালেও বাচা মিয়া কোন খোঁজে পান নি। সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার তল্লাশি চালানো হবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com