জলদস্যুদের থেকে বাঁচতে সাগরে ঝাঁপ, নিখোঁজ ৯ জেলে

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে জলদস্যুর হামলায় ৯ জেলে সাগরে নিখোঁজ হন। নিখোঁজ জেলেদের সন্ধ্যানে র‌্যাব, কোস্ট গার্ড ও পুলিশের উদ্ধার চেষ্টা চলছে বলেও জানা গেছে। নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা অতিবাহিত হলেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবারগুলোর মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

ফিরে আসা জেলেরা জানান, পায়রা বন্দর থেকে দক্ষিণে ও পাথরঘাটা মৎস্য বন্দর থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে গত ১৭ ফেব্রুয়ারি রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। এফবি ভাই ভাই নামক মাছ ধরার ট্রলারটি ১৮ জেলেসহ মাছ ধরতে সাগরে যায়। এ সময় ২৫-৩০ জনের একটি দস্যুদল তাদের ওপর হামলা চালায়। মারপিট ও জখম করে ট্রলারের জাল ও অন্য সম্পদ লুটে নেয়। ধারাল অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত ৯ জেলে জীবন বাঁচাতে সাগরে ঝাঁপ দেন। এ ঘটনার ৩৬ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

র‍্যাব-৮-এর লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, অভিযান চলছে। দীর্ঘদিন পর আবার জলদস্যুদের উৎপাত শুরু হলো। একটি টিম তথ্য-প্রযুক্তির মাধ্যমে কাজ করছে বলেও জানান তিনি।

এফবি ভাই ভাই ট্রলারের মালিক ও জেলেদের বাড়ি বরগুনার সদর উপজেলার নলী এলাকায়।

নিখোঁজ জেলেরা হলেন কাইউম জমাদ্দার (৩৫), ইয়াাছিন জমাদ্দার (৩২), আবুল কালাম (৫৮), শফিকুল মাঝি (৩৫), খাইরুল ইসলাম (৪০), আবদুল আলীম (৫৫), ফরিদ (৩৮), আবদুল হাই (৪০)। অপর জেলের নাম পাওয়া যায়নি।

এর আগে শনিবার রাতে ফিরে আসা আহত ৯ জেলেকে পাথরঘাটা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com