মজুরি বাড়ায় খুশি নৌ শ্রমিকরা, আন্দোলন প্রত্যাহার

নৌযান শ্রমিকদের মূল মজুরি ৬০ শতাংশ বাড়ানোয় পূর্বঘোষিত আন্দোলন থেকে সরে এসেছেন তারা। সরকার মজুরি বৃদ্ধি করায় উচ্ছ্বাসও প্রকাশ করেন নৌযান শ্রমিকরা। অন্যদিকে, এ মজুরি বৃদ্ধি তাদের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে দেখছেন শ্রমিক নেতারা।

নেতারা বলছেন, নৌযান শ্রমিকদের মূল মজুরি ২০১৬ সালের গেজেট থেকে ৬০ শতাংশ বাড়ানোর জন্য আমরা ধারাবাহিক আন্দোলন করেছি। মন্ত্রণালয়ের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছি। আমাদের কঠোর পরিশ্রমের ফলে আজ আমরা সফল।

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার চরপাড়ায় শ্রমিকদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে, ২৫ ফেব্রুয়ারির আন্দোলনও প্রত্যাহার করা হয়েছে বলে জানান তারা।

লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ের নেতা নবী আলম বলেন, আমরা ২৫ তারিখ যে আন্দোলনে যাওয়ার কথা সেটিতে যাচ্ছি না। কারণ আমাদের সমস্ত দাবি সরকার এবং মালিক পক্ষ মেনে নিয়েছে।

তিনি আরও বলেন, ২০১৬ সালের গেজেট থেকে ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে সেটির ব্যাখা দেওয়ার জন্য আজকে দুপুরের দিকে শ্রমিকদের নিয়ে নগরের পতেঙ্গা এলাকার চরপাড়ায় একটি সভা ডেকেছি। সেখানে আমরা শ্রমিকদের এসব বিষয়ে ব্যাখা দিবো।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com