নৌযান শ্রমিকদের মজুরী পুনঃনির্ধারণ

দাবির মুখে নৌযান শ্রমিকদের মজুরী কাঠামো পুনঃনির্ধারণ করা হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী।

এসময় চট্টগ্রাম বন্দর ও বহিঃ নোঙ্গরে চলাচলকারী কোস্টার এবং অভ্যন্তরীণ নৌ-পথে ১২ মাস চলাচলকারী কার্গো/বার্জ-টাগ ইত্যাদিতে নিয়োজিত নৌ-যান শ্রমিকের মজুরী নির্ধারণ করা হয়। এছাড়া সকল প্রকার বেসরকারি যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী কার্গো, টুইং লঞ্চ, অভ্যন্তরী বার্জ/ফ্ল্যাট, বাস্কহেড (বালু, পাথর, কয়লাবাহী) ও ড্রেজার, তৈলবাহী জাহাজ, শ্যালো ট্যাংকার ও ভাউচার জাহাজে নিয়োজিত নৌ-যান শ্রমিকদের মজুরীও নির্ধারণ করা হয়।

মজুরী নির্ধারণ পদ্ধতি:

(ক) যদি কোনো শ্রমিকের বর্তমান মজুরী স্কেল নতুন মজুরী স্কেল-২০১৬ এর সর্বনিম্ন ধাপের কম হয়। সেক্ষেত্রে তার মজুরী নতুন মজুরী স্কেলের পদবিন্যাসের সর্বনিম্ন ধাপে নির্ধারিত হবে।

(খ) যদি কোনো শ্রমিকের মূল মজুরী তার পদবিন্যাস অনুযায়ী নতুন স্কেলে ঘোষিত মজুরীর কোনো ধাপের সমান হয় তাহলে ওই ধাপেই মজুরী নির্ধারণ করা হবে।

(গ) বর্তমান মূল মজুরী নতুন মজুরীর কোনো ধাপের সমান না হলে ইনক্রিমেন্ট অথবা ইনক্রিমেন্টের অংশ বিশেষ যুক্ত করে পরবর্তী উচ্চতর ধাপে মজুরী নির্ধারণ করা হবে।

(ঘ) প্রতি তিন বছর চাকরির জন্য একটা করে ইনক্রিমেন্ট প্রদান করা হবে। তবে ইনক্রিমেন্টের সংখ্যা তিনের বেশি হবে না।

(ঙ) নতুন মজুরী স্কেল দেওয়ার আগে কোনো শ্রমিকের মজুরী সর্বোচ্চ ধাপে পৌছালে এর এক বছর পর সর্বশেষ ইনক্রিমেন্টের সমপরিমাণ অর্থ ব্যক্তিগত মজুরী হিসাবে পাবেন।

(চ) মজুরী স্কেল ২০১০ কার্যকর হওয়ার পর যদি কোনো শ্রমিকের মহার্ঘ ভাতা কিংবা মজুরী বৃদ্ধি পায় তাহলে তা সমন্বয়যোগ্য হবে।

(ছ) বিদ্যমান মজুরী কাঠামোর আওতার বাইরে অন্য কোনো ভাতা বা সুবিধা প্রাপ্ত হলে তা অব্যাহত থাকবে।

সভায় উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদ মামুন চৌধুরী। শ্রম অধিদপ্তরের পরিচালক নাসির আহমেদ চৌধুরী, অধিদপ্তরের খুলনা বিভাগীয় প্রধান মিজানুর রহমান মিজান। এছাড়া ছিলেন বাংলাদেশ কার্গো ভেসেল অনার্স এসোসিয়েশন মালিক সমিতির সভাপতি হাজী ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, সহ-সভাপতি বদিউজ্জামান বাদল ও নাজমুল হোসাইন হামদ।

এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নবী আলম মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক ক্যাপ্টেন জসীম উদ্দীন, আন্তর্জাতিক বিষয়-সম্পাদক নিজাম উদ্দিন মাস্টারসহ সকল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ও নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com