ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কৃষির ক্ষতি ৩৪৭ কোটি টাকা

তুলনামূলক কম শক্তি নিয়ে আঘাত করেও অন্তত ৩১টি জেলায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। কেড়ে নিয়েছে ৩৮ জন মানুষের প্রাণ। এই ঘূর্ণিঝড়ে কক্সবাজার, কুয়াকাটা, টেকনাফ, নিঝুম দ্বীপ এবং সেন্টমার্টিন্সের পর্যটন শিল্পে প্রায় ৩৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছন পর্যটন সংশ্লিষ্টরা। এবার কৃষি বিভাগ জানালো এই ঘূর্ণিঝড়ে কৃষির ক্ষতি হয়েছে অন্তত ৩৪৭ কোটি টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, সিত্রাংয়ে অন্তত ৩১টি জেলায় বিভিন্ন ফসলের ১০ হাজার ২০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। যা ৩১ জেলার মোট ফসলি জমির ০.৪০%। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত দেড় লাখ কৃষক। অর্থনৈতিক হিসাবে যার পরিমান প্রায় ৩৪৭ কোটি টাকা।

অধিদফতর সূত্রে আরও জানা যায়, ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে সবচেয়ে আমন ধানের ক্ষতি হয়েছে যার পরিমান ৫৬০০ হেক্টর। এছাড়া সবজির ২৮০০ হেক্টর ও ৮৮ হেক্টর পানের বরজের ক্ষতি হয়েছে।

টাকার হিসাবে সবচেয়ে বেশি পান বরজের ১৬২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানায় কৃষি সম্প্রসারণ অধিদফতর।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com