সাতক্ষীরায় যুবকদের কর্মমুখী করার লক্ষ্যে যুব উৎসব উদযাপন

সাতক্ষীরা’র উপকূলীয় এলাকায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-এর উদ্যোগে জেলে পরিবারগুলোতে স্বচ্ছলতা ফেরাতে, এসব পরিবারের যুবদের কর্মমুখী করার লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য যুব উৎসব উদযাপন করা হয়।

গত মঙ্গলবার (২৮ শে ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপকূলীয় এলাকা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের তুফান কোম্পানির রিসোর্ট চত্বরে দিবসটি উদযাপন করা হয়। জেলে পরিবারের যুবকদের কর্ম প্রেরণা দেওয়ার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এই যুব উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালির পর ক্রীড়া প্রতিযোগিতা এবং বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শ্যামনগর শাখার ম্যানেজার হারুন অর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা বিভাগের উপ পরিচালক (এসসিএমএফপি) সরোজ কুমার মিস্ত্রী, শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন অফিসার আজিজুর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর রউফ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বলেন, ‘আমাদের যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। উপকূলীয় এলাকার জেলে পল্লীর মানুষদের জন্য সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেন্টটি সুফল বয়ে আনুক এই প্রত্যাশা করি।’

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com