ঘূর্ণিঝড়ে বাংলাদেশের বাৎসরিক ক্ষতি ১শ’ কোটি ডলার: বিশ্ব ব্যাংক

ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় ১০০ কোটি ডলার ক্ষতি হচ্ছে, যা আরও বাড়তে পারে। একইসঙ্গে ভয়াবহ বন্যার মুখে মোট দেশজ উৎপাদন বা জিডিপি ভিত্তিরেখার তুলনায় ৯ শতাংশ পর্যন্ত কমতে পারে।

সোমবার (৩১ অক্টোবর) বিশ্বব্যাংক থেকে প্রকাশিত ‘কান্ট্রি ক্লাইমেট ও ডেভেলপমেন্ট’ শীর্ষক এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে প্রতিবেদনের মূল বিষয়বস্তু তুলে ধরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার বলেন, ‘অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা রেখেছে। গত ৫০ বছরে দেশটি ঘুর্ণিঝড়ে মৃত্যুর সংখ্যা ১০০ ভাগ কমিয়েছে, অন্যান্য দেশ যা থেকে শিখতে পারে।’

বিশ্ব ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের কিছু এলাকা জলবায়ু পরিবর্তনের অধিকতর ঝুঁকিতে রয়েছে। বরেন্দ্র এলাকা, উপকূলীয় এলাকা, হাওর অঞ্চল, পাবর্ত্য অঞ্চল এবং যেসব এলাকায় দরিদ্রহার বেশি সেখানে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া উচিত।

ওই অনুষ্ঠানে দেশের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষজ্ঞ ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com