সুন্দরবনের ইকো-ট্যুর গাইড প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

সুন্দরবনের ইকো-ট্যুর গাইডদের তিনদিন ব্যাপি প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী বনকর্মী ও সিপিজি সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের উদ্যোগে ও ইউএসএআইডির ইকোসিস্টেমস প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার বেলা ১১ টায় খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনে ইকো-ট্যুর কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হুসাইন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপ-প্রধান বন সংরক্ষক পরিকল্পনা উইং ড. মোঃ জগলুল হোসেন, উপ-প্রধান বন সংরক্ষক সামাজিক বনায়ন উইং মোঃ মইনুদ্দিন খান, সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও ) ড. আবু নাসের মোহসীন হোসেন ,খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, সুতারখালী স্টেশন কর্মকর্তা মোঃ সমশের হোসেন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ আবু সাইদ, খুলনা গোলপাতা কুপের সহযোগী কুপ কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান প্রমুখ।

এর আগে প্রধান বন সংরক্ষক খুলনা রেঞ্জ কার্যালয় পরিদর্শন করেন। এ ছাড়া তিনি শেকেরটেক ও কলাগাছিয়া ইকো-ট্যুর কেন্দ্র পরিদর্শন করার পাশপাশি সুন্দরবন পশ্চিম বিভাগের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করে সন্তোশ প্রকাশ করেন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

oceantimesbd.com