খুলনা রেঞ্জের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বন অধিদপ্তরের প্রধান

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হুসাইন চৌধুরী।

তিনি গত বৃহস্পতিবার সকাল ১০ টায় খুলনা রেঞ্জ কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোশ প্রকাশ করেছেন।

এর আগে তিনি খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন উনয়নমুলক কাজ পরিদর্শন করেন। এ ছাড়া বন বিভাগের কর্মরত সকল সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপ-প্রধান বন সংরক্ষক পরিকল্পনা উইং ড. মোঃ জগলুল হোসেন, উপ-প্রধান বন সংরক্ষক সামাজিক বনায়ন উইং মোঃ মইনুদ্দিন খান, সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও ) ড. আবু নাসের মোহসীন হোসেন, খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা আবু সাঈদ, সুতারখালী স্টেশন কর্মকর্তা সমশের আলী, খুলনা গোলপাতা কুপের সহযোগী কুপ কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com