দেশে প্রথম উপকূলীয় ১৯ টি জেলার নদী রক্ষার ক্যাম্প অনুষ্ঠিত

প্রথম উপকূলীয় নদী ক্যাম্প ও নাগরিক সংলাপের অংশগ্রহণ করে একথা বলেন মন্ত্রী, উপকূলীয় নদী বাঁচাতে আমাদের সকলকে কাজ করতে হবে। নদী বাঁচলে বাঁচবে সোনার বাংলাদেশ।

৩ মার্চ ও ৪ মার্চ এ নদী ক্যাম্পের আয়োজন করেন “রিভার এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশ”। দেশের উপকূলীয় ১৯ টি জেলার নদী রক্ষা এবং করণীয় এ ” নদী ক্যাম্পে অংশগ্রহণ করেন দেশের বরেণ্য পরিবেশবীদ, শিক্ষার্থী ও সচেতন মহল।

দেশের নদী বাঁচাতে ও ইয়ুথ চিন্তাভাবনা বিষয়ক সেশনে বক্তারা বলেন, সরকার সবসময় সুদূর প্রসারী চিন্তা ও নীতিমালা হাতে নিয়েছে। আমাদের সকলের উচিত সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উপকূলীয় সম্পদ রক্ষায় এগিয়ে আসতে। তাহলেই রক্ষা পাবে আমাদের সসম্পদশালী নদী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাহবুব পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের সহযোগী অধ্যাপক মিসেস সামশাদ নওরিন, বাংলাদেশ পর্যটন সাংবাদিক সমিতির সভাপতি আনজুমান আরা শিল্পী। হিস্টোরি এন্ড হেরিটেজ ট্যুরিজমের চেয়ারম্যান ড. মোঃ আকরামুল হাফিজ চৌধুরী।

বাংলাদেশ স্টামফোর্ড ইউনির্ভাসিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহম্মদ কামরুজ্জমান মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দীন, বিআইডব্লিউটিএ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অবঃ) ও রিভার এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ।

এছাড়াও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন ও স্থানীয় পরিবেশবীদরা উপস্থিত ছিলেন।

“রিভার ও সোস্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশ” এর সাধারণ সম্পাদক ইসমাঈল গাজী বলেন, আমরা এ বছর চেষ্টা করেছি এরকম একটি নদী ক্যাম্পের আয়োজন করতে।

এ বছরের ন্যায় প্রতিবছর আমরা এ ধরণের আয়োজন করার চেষ্টা করে যাবো। যার মাধ্যমে দেশের নদী রক্ষার কাজটা আরো এগিয়ে যাবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com