ফাল্গুনের শুরুতেই চলে এলো গরম, বাড়বে আরও

বসন্তের আগমনের সাথে সাথে বিদায় নিয়েছে শীত। ক্রমেই বেড়ে চলেছে তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজার ও খেপুপাড়ায় ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে আগামী ৫ দিনে আরও বাড়বে তাপমাত্রা।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, রবিবার সন্ধ্যা পর্যন্ত আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরপশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্য এলাকাগুলোতে অপরিবর্তিত থাকতে পারে। তবে সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

একইসঙ্গে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানানো হয়।

আবহাওয়া অফিস আরও জানায়, আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না থাকলেও ৫ দিনের মধ্যে সারাদেশেই বাড়বে রাত ও দিনের তাপমাত্রা।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে গত ২৪ ঘণ্টার আবহাওয়াচিত্র তুলে ধরে বলা হয়, এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ও খেপুপাড়ায় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩ মিনিটে হবে বলেও জানানো হয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com