বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নৌকাডুবিতে ২১ জনের মৃত্যু

ইয়েমেনের লোহিত সাগর উপকূলে নৌকা ডুবে নারী ও শিশুসহ ২১ জনের প্রাণহানি হয়েছে। নৌকাটিতে ২৭ আরোহী ছিলেন। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

মঙ্গলবার (৭ মার্চ) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূলে নৌকাডুবি ও প্রাণহানির এই ঘটনা ঘটে। ইয়েমেনের স্থানীয় এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার বিকালে ইয়েমেনের হোদেইদাহ বন্দর নগরীর উত্তরাঞ্চলীয় আলুহেয়াহ জেলার কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জেলা পরিষদের কর্মকর্তা আকরাম আল-আহদাল জানান। দুর্ঘটনাকবলিত ওই নৌকার আরোহীরা সবাই স্থানীয় গ্রামবাসী।

এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা আলুহেয়াহ থেকে লোহিত সাগরের বৃহত্তম ইয়েমেনি দ্বীপ কামারান দ্বীপে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে ১২ জন নারী, সাতজন শিশু এবং দুইজন পুরুষ।

আকরাম আল-আহদাল জানান, সাগরে উত্তাল বাতাসের কারণেই সম্ভবত এই দুর্ঘটনাটি ঘটেছে। এছাড়া নৌকাডুবির পর ছয়জন বেঁচে গেছেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে হোদেইদাহ শহরের আল-থাওরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, কামারান দ্বীপ এবং হোদেইদাহ বন্দর ২০১৪ সালের অক্টোবর থেকে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: সিনহুয়া

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

oceantimesbd.com