চীনে হলো কেঁচো বৃষ্টি, কারণ নিয়ে উদ্বিঘ্ন বিজ্ঞানীরা

ছবি: নিউইয়র্ক পোস্ট থেকে নেওয়া

ঝড়-বৃষ্টিতো সবাই শুনেছেন। কিন্তু কেঁচো-বৃষ্টি কী কেউ শুনেছেন? নিশ্চয় জবাব হবে না। শুনারও কথা না। তবে এবার বাস্তবে ঘটেছে এমন বৃষ্টির ঘটনা। যা নিয়ে রিতিমত তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে চীনের রাজধানী বেইজিংয়ে কেঁচো বৃষ্টি হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। গত ১০ মার্চ প্রকাশিত ওই খবরের সঙ্গে ভিডিও-ও দিয়েছে গণমাধ্যমটি। যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিউইয়র্ক পোস্টের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, পুরো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাখ লাখ কেঁচো। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির ওপরও কিলবিল করছে কোঁচোগুলো। দাঁড়িয়ে থাকা সাদা একটি গাড়িতে দেখা যায়, সেটি পুরো খয়েরি রঙের কেঁচোর মতো ছোট ছোট পোকায় ভরে গিয়েছে। লোকজন কেঁচোর হাত থেকে বাঁচতে মাথায় ছাতা দিয়ে হাঁটছেন।

যদিও কেঁচো বৃষ্টি কেন হলো তার কারণ স্পষ্ট নয়। তবে বিজ্ঞানীদের জার্নাল মাদার নেচার নেটওয়ার্কের মতে, অতিরিক্ত বাতাসে ভেসে যাওয়ার পরে পাতলা প্রাণীগুলো কোথাও থেকে পড়ে যায়। এটা তেমনই একটি ঘটনা হতে পারে।

নিউ ইয়র্ক পোস্ট বলছে, ঝড়ের সময় যখন পোকামাকড় ঘূর্ণিতে ধরা পড়ে তখন এই ধরণের ঘটনা ঘটতে থাকে।

তবে ভিডিওটি ভুয়া বলেও দাবি করেছেন কেউ কেউ। বেজিং শহরে সম্প্রতি কোনো বৃষ্টিপাত হয়নি বলে দাবি করে শেন শিওয় নামে চীনা এক সাংবাদিক বলেছেন, ‘আমি বেজিংয়ে আছি এবং এই ভিডিওটি ভুয়া। বেজিংয়ে আজকাল বৃষ্টিপাত হয়নি।’

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

oceantimesbd.com